স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএসিপি)
উদ্যোগী মন্ত্রণালয়: কৃষি মন্ত্রণালয়
বাস্তবায়নকারী সংস্থা:
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), লিড এজেন্সি
কৃষি বিপণন অধিদপ্তর (ডিএএম)
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই)
মেয়াদকাল: ১ জুলাই ২০১৮ হতে ৩০ জুন ২০২৪
প্রকল্পের সামগ্রিক উদ্দেশ্য:
কম্পোনেন্ট-১ : উচ্চমূল্য (High Value) ফসল উৎপাদন বৃদ্ধি ও টেকসই প্রযুক্তির ব্যবহার:
১.১ উচ্চমূল্য (High Value) ফসল সম্পর্কে মূল্যায়ন এবং কৃষকদল গঠন;
১.২ চাহিদাভিত্তিক ফসলের উৎপাদন এবং বাজারভিত্তিক গবেষণা বৃদ্ধিকরণ;
১.৩ গবেষণা ও সম্প্রসারণের জন্য প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিকরণ।
কম্পোনেন্ট-২ : উচ্চমূল্য (High Value) ফসলের প্রক্রিয়াজাতকরণ এবং বাজারজাতকরণ:
২.১ মার্কেট লিংকেজ উন্নয়ন;
২.২ উচ্চমূল্য (High Value) ফসলের পোস্ট হারভেস্ট এবং প্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ বৃদ্ধিকরণ;
২.৩ খাদ্য ও পুষ্টি নিরাপত্তা বৃদ্ধিকরণ।
কম্পোনেন্ট-৩: জলবায়ু সহনশীল ভূপরিস্থ পানি ব্যবস্থাপনা:
৩.১ ভূপরিস্থ পানির টেকসই ব্যবস্থাপনা, নিষ্কাশন, সংরক্ষণ এবং ব্যবহার;
৩.২ সক্ষমতা বৃদ্ধিতে প্রাতিষ্ঠানিক সহায়তা।
টিএ কম্পোনেন্ট:
ক) ট্রেনিং অব ট্রেনার্স কার্যক্রম ও ফলো-আপ;
খ) সুবিধাজনক মনিটরিং ও মূল্যায়ন পদ্ধতির উন্নয়নে সহায়তা;
গ) ভ্যালু চেইন ও অন্যান্য বাজার গবেষণায় সহায়তা।